গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) -এর নিয়মিত লাইভ ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।
তিনি আরো জানান, নতুন করে আরো ১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য আরো হাসপাতাল আমরা তৈরি করছি।
এরইমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।