করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় অনুষ্ঠেয় আটটি বৃহৎ মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর ১০ম সম্মেলন পেছাতে চায় সরকার। ৩০ ও ৩১ মে এ সম্মেলন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হলেও সম্মেলন পেছাতে ইতিমধ্যে সংগঠনের বর্তমান চেয়ারম্যান (সভাপতি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, সম্প্রতি তুরস্ককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। চিঠিতে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুকে শীর্ষ সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আসন্ন ঢাকার ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে ছিল। কিন্তু করোনা ইস্যুতে ঢাকা স্থগিতের সিদ্ধান্তে আসতে চাচ্ছে।
ডি-৮ সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।
বার্তায় আরও জানানো হয়, ছয় মাস আগে ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই কার্যক্রমের আওতায় আটটি দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায়, সেটি নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের নেওয়া এই উদ্যোগে দেশগুলো কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন এবং তাদের কার্যকর ব্যবস্থাগুলো সম্পর্কে একে অপরকে অবহিত করবেন।
এইচএসপি’র অনলাইন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বাস্থ্য বিভাগের ডিজি এবং সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তারা যারা কোভিড-১৯ নিয়ে জড়িত রয়েছেন।
এ সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএলও, আইএসডিবি, স্বাস্থ্য ও গ্লোবাল উইমেন লিডার্স ইন হেলথ, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং অংশীদার সংগঠনের গ্লোবাল হেলথ বিশেষজ্ঞরা অংশ নেবেন।