করোনার প্রাদুর্ভাব কমে চীনে স্বাভাবিক জীবন ফিরে আসলেও নতুন করে মহামারি করোনার সংক্রমণ দেখা দিয়েছে দেশটিতে। ফের করোনা (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেয়ায় লকডাউন করে দেয়া হয়েছে উত্তরপূর্বাঞ্চলীয় এক কোটি মানুষের শহর হারবিন।
ডেইলি মেইল জানায়, এক কোটি জনসংখ্যার শহরটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ জনের অধিক মানুষ। যুক্তরাষ্ট্র ফেরত এক শিক্ষার্থী থেকে তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে শহরটি লকডাউন করে দেয়া হয়েছে। বাইরের বাসিন্দা ও তাদের গাড়ি আবাসিক ভবনে প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিয়ে,শেষকৃত্যসহ যেকোনো জনঅনুষ্ঠান ও কনফারেন্স নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারি এক আদেশে বলা হয়েছে, আবাসিক এলাকায় ঢুকতে বা বের হতে হলে স্থানীয়দের তাদের স্মার্টফোনে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। যদি সেটি সবুজ রঙের হয় তাহলে ওই ব্যক্তি করোনামুক্ত বলে বিবেচিত হবেন। তবে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।
ডিসেম্বরের মাঝামাঝি হুবেই প্রদেশের উহান শহরে নভেল করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীনের সাড়ে ৪ হাজারের অধিক মৃতের বেশির ভাগেরই ওই অঞ্চলে। তবে এই মুহূর্তে মাত্র দুজন করোনা রোগী আছে শহরটিতে। এই খবর প্রকাশের দিনেই হারবিন শহরে সংক্রমণ দেখা দিল।
চীনের অন্যান্য অঞ্চলে করোনা নিয়ন্ত্রণে এলেও হেইলংজিয়াং প্রদেশে এখনো প্রাদুর্ভাব থেকে গেছে। হারবিন এই প্রদেশেরই রাজধানী। হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। চীনে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে প্রদেশটি।