কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আব্দুল আউয়াল বেলাল (৬৮)। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬ জন, তাদের মধ্যে একজন ভারতীয়, ৩ জন কুয়েতি, একজন ইরানি ও একজন বাংলাদেশি। বর্তমানে সর্বশেষ তথ্য মতে কুয়েতে ১৩৪ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক এ খবর প্রকাশ করে।
আব্দুল আউয়ালের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার সারিগেইট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। তার কুয়েত প্রবাসী দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে।
আব্দুল আউয়াল বড় ছেলে আব্দুল ওয়াজেদ জুয়েল জানান, প্রায় দুই যুগ আগে কুয়েতে আসেন তার বাবা।কুয়েত সিটির মুরগাবে সোনালী বাকালা নামে নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে তার। তার কক্ষের একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তার কাঁশি ও থাইরয়েড সমস্যা ছিল।
গত ৭ এপ্রিল সেটা বেড়ে যাওয়ায় আমীরি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাকে জাবের আল আহমেদি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তিনি আরও বলেন, ধীরে ধীরে অবস্থার অবনতি হলে ১২ এপ্রিল আইসিইউতে রাখা হয়। পরে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে নিয়ে আসা হবে।