প্রখ্যাত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের ৮৫ বছর বয়স্ক মা জাহানারা খান করোনা জয় করে বাসায় ফিরেছেন। মায়ের সেবা করতে গিয়ে মুনতাসীর মামুনও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।
জাহানারা খানের করোনা জয় করে বাসায় ফিরে যাওয়ার তথ্যটি পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থাও আরো উন্নতি করেছে বলে জানা গেছে। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। মুখে খাবার খেতে পারছেন।
করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গত ৩ মে বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ১টা দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে গত ৭ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়।