জাতীয় ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার রাজধানী পনোমফেনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
আজ স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) সড়কটি উদ্বোধন করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রদেশটির গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় রয়েছেন। এর আগে শুক্রবার সকালে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আজ শনিবার মোমেন-হুন সেন বৈঠকের প্রেক্ষিতে নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নিজ নিজ দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন দুজনেই।