স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার এই খবর জানায়। ২ হাজার ৫০৭ দশমিক ৭৬ টাকা কমে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ৭৩ হাজার ৮৩৩ দশমিক ১২ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। অলঙ্কার তৈরির এই ধাতু নতুন দামে বিক্রি শুরু হবে বুধবার (২৫ অক্টোবর)। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় অনুযায়ী, প্রতি ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৭৩ হাজার ৮৩৩ দশমিক ১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৭০ হাজার ৬৮৩ দশমিক ৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৬১ হাজার ৯৩৫ দশমিক ৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ৬১৩ দশমিক ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধও করেন তিনি।