তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু শমশেরনগর রাস্তার রামপুর এলাকার সড়কের পাশের সরকারি গাছ চুরি হয় ১০/১৫ দিন আগে। গাছ গুলি ক্রয় করেছলেন আব্দুল কাদির (রুপ) নামীয় এক মহালদার। গাছ গুলি খোঁজাখুঁজি করে পাওয়া যায় নাই। গত ২রা মে সোমবার বিকাল ৫ টার দিকে খবর পাওয়া যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম নোমান তার বাড়ির পুকুর থেকে কিছু গাছ তুলতেছেন এমন খবর ছড়ায়।
এরই প্রেক্ষিতে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার ও পরিষদের সদস্য ও কমলগঞ্জ থানার এস আই মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ উদ্বার করে কমলগঞ্জ থানায় নিয়ে যান। এরই মাঝে ঘটনাস্থল থেকে সাবেক মেম্বার রেজাউল করিম নোমান চম্পট দেন। একজন ২বারের মেম্বারের এমন কান্ডে এলাকায় নিন্দার ঝড় বইছে।
এ ব্যপারে অভিযুক্ত মেম্বার রেজাউল করিম নোমানের সাথে মুঠোফনে আলাপকালে তিনি এলোমেলো বক্তব্য দেন।
৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জহুর আলী জানান, আমি গিয়ে দেখি পুকুর থেকে নোমান মেম্বার কিছু গাছ তুলতেছেন এবং তার শরীরের কাদা লাগানো।
মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পরিষদের সদস্যদের নিয়ে যাই এবং গাছ গুলা উদ্বার কাজে সহযোগিতা করি।
এ ব্যাপারে এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।