তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের পূজা মণ্ডপগুলোর নিরপত্তায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার রাতে কমলগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
কুমিল্লার ঘটনার জেরে বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠে কমলগঞ্জ। বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একাধিক পূজা মণ্ডপে হামলারও অভিযোগ পাওয়া গেছে।
কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের অভিযোগ, মুন্সীবাজার মইডাইল পুজা মন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়েছে।
এছাড়া বাসুদেবপুর পুজামন্ডপ, পতনউষার ইউপি বৃন্দাবনপুর জগন্নাথ জিওর আখড়া পুজা মন্ডপ ও বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট ভাঙচুর করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পুজামন্ডপের নিরাপত্তা রক্ষায় আজ বৃহস্পতিবার বিজিবি মোতায়েন করা হয়েছে। যথাযথ উপযোগী প্রক্রিয়ায় পুজা নির্বিঘ্নে উৎসব পালন করতে সব ধরনের ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে।