নির্বাচনী মাসে দেশে মূল্যস্ফীতি দশমিক শূন্য দুই শতাংশ কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গেল মাসে মূল্যস্ফীতি ছিলো পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ। বুধবার( ২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় আগামী ছয়মাসে মূল্যস্ফীতি হার ধারাবাহিকভাবে কমবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
এ সময় আ হ ম মুস্তফা কামাল বলেন,’ আমাদের একটা ধারণা ছিল ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়বে। কিন্তু বাড়েনি। আন্তর্জাতিক বাজারে চিনি, দুধ, পামতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমার প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ১০ বছরের মধ্যে চিনির দাম সর্বনিম্ন পর্যায়ে। এইগুলো কমার কারণে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৩৫ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে জনগণের মধ্যে আশঙ্কা ছিল, ভোটে সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়নকাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে ভোট দেওয়ায় ক্ষমতাসীন দল নিরঙ্কুশ বিজয় লাভ করে। আমরা ব্যর্থ হব না, জনগণের প্রত্যাশা পূরণ হবে।’
সূত্র : সময় নিউজ