দেশের প্রথম রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকাসহ গোটা জেলায় করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন জানিয়েছে এখন লকডাউন এর মেয়াদ শেষ হলেও কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে লাগাম টেনে ধরার কাজ অব্যাহত থাকবে। এর আগে কক্সবাজার জেলায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রশাসন গত ২ জুন থেকে ২০ জুন পর্যন্ত দেশের প্রথম রেড জোন এলাকা হিসাবে কক্সবাজারকে ঘোষণা করে। পরে তা আরো বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নেয়া হয়। এলাকা চিহ্নিত করা এবং কঠোরভাবে লকডাউন অনুসরণ করার কারণে সংক্রমণের হার কমতে শুরু করে। এ ধারা অব্যাহত রাখতে শুরু হয় কন্ট্রাক্ট ট্রেসিং এর মাধ্যমে রোগী শনাক্ত করা। আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ এবং তাদের আইসোলেটেড করা সহ সামাজিক তত্ত্বাবধানের জন্য পৌর এলাকায় গঠন করা হয়েছে ৬০ জনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন সমন্বিত উদ্যোগের কারণে ইতিবাচক ফলাফল সম্ভব হয়েছে। আজ পর্যন্ত ৫৫ জন রোহিঙ্গাসহ কক্সবাজারে আক্রান্ত হয়েছে ৩ হাজারের মতো। সুস্থ হয়েছে ২ হাজারের কাছাকাছি। এছাড়া ১০ জন রোহিঙ্গাসহ জেলায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। সিংহভাগ আক্রান্ত ও মৃত্যু হয়েছে রেড জোন ঘোষণা করে লকডাউন ঘোষণা করার আগে ।