বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারতের এই টুর্নামেন্টে বাড়তি নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। তারকা ক্রিকেটার, উন্নত সম্প্রচার, দারুণ উইকেট, দর্শকদের উপস্থিতি সবকিছু মিলিয়ে আইপিএল যেন এক বাড়তি উন্মাদনা তৈরি করে সমর্থকদের মধ্যে।
অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল-এর শুভারম্ভ কবে, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ শুরুর দিনক্ষণ প্রকাশ করলেন বিসিসিআই সচিব জয় শাহ। একই সঙ্গে মহিলা আইপিএল শুরুর সময়ও জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব।
আর আট দিনের অপেক্ষা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএল-এর খেলোয়াড় কেনা-বেচা পর্ব। তার আগেই আসন্ন আইপিএল শুরুর দিনক্ষণ জানা গেল।
বিসিসিআই সচিব জানিয়েছেন, মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ কিংবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব।
১৯ ডিসেম্বর নিলামের আগে থেকেই জোরকদমে প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজি। তারা মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। যাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এ বারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন। তাই এখনই নির্দিষ্ট ভাবে বোর্ডের তরফে আইপিএল শুরু এবং শেষের হওয়ার তারিখ প্রকাশিত করা হচ্ছে না।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম