১৯৯৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতির এক আদেশে নীলফামারী জেলার চিলাহাটিকে উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের আলোকে ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর চিলাহাটিতে সাব-রেজিস্ট্রি কার্যালয় চালুর প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চিলাহাটি সাব-রেজিস্ট্রার কার্যালয় চালু হলেও দীর্ঘ ২৯ বছরে উপজেলা পরিষদ বাস্তবায়ন হয়নি।
গত ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। এর পরও আজও তা বাস্তবায়ন হয়নি। ভোগডাবুড়ি, কেতকিবাড়ি, জোড়াবাড়ি ও গোমনাতি ইউনিয়নের মোট আয়তন ৪১ দশমিক ৫১ বর্গমাইল। এর জনসংখ্যা এক লাখ ৪০ হাজার ৯৪৪ জন।
চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, একটি সরকারি কলেজ, দুটি বেসরকারি কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৪টি, উচ্চ বিদ্যালয় ৭টি, ফাজিল মাদরাসা একটি, দাখিল মাদরাসা একটি, একটি আধুনিক রেল স্টেশন, কাস্টম ও শুল্ক স্টেশন, আন্তর্জাতিক চেকপোস্ট, স্থলবন্দর, একটি দমকল স্টেশন, দুটি সরকারি ব্যাংক, সাব রেজিস্ট্রি কার্যালয়, সরকারি খাদ্যগুদামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয় বিদ্যমান রয়েছে।
সার্বিক বিবেচনায় চিলাহাটিকে উপজেলা ঘোষণার জোর দাবি এই চারটি ইউনিয়নের মানুষের।
আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:২৪ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি