বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হয়েছেন। রোববার মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা।
মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই শনিবার ( ৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পেরোতেই আজ রোববার ( ৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর বেবিবাম্প প্রকাশ পায় সেই সব ছবিতেই।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম