গাজীপুর প্রতিনিধিঃ ঈদের ছুটি ২০,২১ ও ২২ জুলাই। এরপর ২৩ই জুলাই থেকে ০৫ই আগষ্ট পর্যন্ত লকডাউন এবং লকডাউনের সময় বন্ধ থাকবে শিল্পকারখানা,গণপরিবহণ, বেসরকারি অফিস আদালত সহ সকল কিছু। লকডাউন সফল করতে মাঠে থাকছে পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। সহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজর থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে যাত্রীবাহী মটরসাইকেল।
আজ ২৯ জুলাই সরোজমিনে কালিয়াকৈর চন্দ্রা গিয়ে দেখা যায় এমন পরিস্থীতি। চন্দ্রা ত্রীমোড়ে দাড়িয়ে আছে মটরসাইকেল নিয়ে এই সব চালকেরা। ভাড়ায় ২জন যাত্রী নিয়ে চলছে সফিপুর, মৌচাক, কোনাবাড়ী পর্যন্ত। শুধু মটরসাইকেল নয় এদের সাথে পাল্লা দিয়ে চলছে তিন চাকার অটোরিক্সা। চন্দ্রা ত্রিমোড় থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি, সফিপুর ও মৌচাক পর্যন্ত টানা চলছে তারা।
জানা গেছে, লকডাউনে মহাসড়কে গণপরিবহণ না থাকায় বাড়তি বাড়া আদায় করছে অটো রিক্সা চালক ও যাত্রীবাহী মটরসাইকেল চালকেরা। লকডাউনে যখন মহাসড়ক ফাঁকা তখন দাপুটে চলছে এই সকল অটো রিক্স ও যাত্রীবাহী মটরসাইকেল। নিত্য প্রয়োজনীয় বাজার করতে, জরুরী প্রয়োজনে যখন মানুষ বাহির হচ্ছে তখনই তিন গুন ভাড়া গুনতে হচ্ছে সাধারন মানুষের।