ম্যাচের আগে বাংলাদেশ দলের ব্যাটার-বোলারদের চেয়ে মিরপুর শেরে বাংলার উইকেট এবং কন্ডিশন নিয়ে বেশি কথা বলেছেন জস বাটলাররা। ইংলিশ অধিনায়কের দাবি, এটা ছিল তাদের জন্য কঠিনতম কন্ডিশন। ওই কন্ডিশন জয় করতে পেরে উচ্ছ্বসিত তিনি।
ম্যাচ শেষে অধিনায়কের বক্তব্যে বাটলার বলেছেন, ‘ম্যাচটি জিততে পেরে উচ্ছ্বসিত। ম্যাচের আগে কন্ডিশন নিয়ে নিজেদের মধ্যে অনেক আলাপ করেছি আমরা। দল হিসেবে এটা ছিল আমাদের জন্য কঠিনতম কন্ডিশন। এই ধরনের উইকেটে মানিয়ে নিয়ে কীভাবে খেলতে হয় তার জন্য মালানের ইনিংসটি শিক্ষনীয় ।’ বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, তারা ৩০-৩৫ রান কম করে ফেলেছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৫০ রান করার মতো অবস্থানে ছিলেন তারা। অথচ বাটলার বলছেন, পেস এবং স্পিন বোলিংয়ে তাদের আরও ভালো করার সুযোগ ছিল। অতিরিক্ত থেকে ২৬ রান দিয়েছেন তারা। না হলে, বাংলাদেশকে আরও কম রানে আটকানো যেত। অস্ট্রেলিয়ায় গত বছর টি-২০ বিশ্বকাপ জেতা ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে কী, আমাদের বোলিংয়ে উন্নতি করার আরও জায়গা আছে।
উইকেটে পেসার এবং স্পিনারদের জন্য ভালো করার সুযোগ ছিল। অনেক বেশি অতিরিক্ত রান (২৬ রান) দিয়েছি আমরা। তবে ভালো ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিততে পেরেছি। এমন উইকেটে ছোট ছোট জুটির মূল্য অনেক।’