কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামু উপজেলাতে ৫কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দিবাগত রাতে মরিচ্যা-গোয়ালিয়া সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় বিজিবির অভিযানে এ মাদক উদ্দার করা হয়।
আটককৃতরা হলোঃ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩৪) এবং একই এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ ফরহাদ (১৬)।
বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, মাদকপাচার প্রতিরোধে কক্সবাজার-টেকনাফ সড়ক ও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশাপাশি মরিচ্যা-গোয়ালিয়া উপসড়কেও বিজিবির তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে। শুক্রবার রাতে রামু উপজেলার পশ্চিম গোয়ালিয়া পালং এলাকায় উখিয়ার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় গাড়িতে থাকা তিনজন যাত্রীর মধ্যে ২ জন সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পালানোর জন্য সড়কের পাশের পুকুরে ঝাঁপ দেয়। এতে বিজিবির সদস্যরা তাদের ধরার জন্য চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় ২ জনকে আটক করা সম্ভব হয়।
পরে তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস)। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
তিনি আরো জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির রামু ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।