কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রামের কক্সবাজার জেলার কলাতলী থেকে পেটে ১০০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত ব্যক্তি মোহাম্মদ আলী (২২) উখিয়ার পালংখালীর বাসিন্দা।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে শহরের কলাতলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। এ সময় এক যুবককে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
শেখ সাদী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।