ক্রেতাদের আকর্ষণ করতে কক্সবাজারে গরু কিনলে ছাগল ফ্রি দেওয়ার অফার দিয়েছে খামারিরা। ব্যতিক্রমী এ অফারে যেমন বাড়বে বেচাকেনা তেমনি লাভবান হবেন খামারিরা।
কক্সবাজার জেলা প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে কোরবানি যোগ্য ১ লাখ ৫১ হাজার ৬২২টি গবাদিপশু রয়েছে। এর মধ্যে গরু ১ লাখ ৪৫২টি, মহিষ ৫ হাজার ৯৪টি, ছাগল ৩৫ হাজার ৪০৭টি ও ভেড়া ১০ হাজার ৬৬৯।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা. মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, কক্সবাজারে গত বছরের চেয়ে চলতি বছর অনেক বেশি গবাদিপশু রয়েছে। যা চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলোতেও পাঠানো সম্ভব হবে। গবাদিপশুকে যেন কোনো প্রকার মোটাতাজা করণ ওষুধ খাওয়ানো না হয় সেজন্য আমরা প্রচারণা চালিয়েছি।
এদিকে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও র্যাব। থাকবে একাধিক মেডিকেল টিম। সদর উপজেলায় ১৯টি, রামুতে ২২টি, চকরিয়ায় ২৫ টি, পেকুয়ায় ১১টি, উখিয়ায় ১২টি, টেকনাফে ১০টি, মহেশখালীতে ১৫টি, কুতুবদিয়ায় ১০টি ও ঈদগাওতে বসছে ৭টি কোরবানির হাট।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি