সরকার কওমি মাদ্রাসার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো এইচএসসি, পিইসি ও জেএসসি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইভি রহমান ছিলেন নিরঅহংকার, রাজপথের নেতা, আওয়ামী লীগের সুসময় কিংবা দুঃসময়; রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
এ সময় সরকার প্রধান আরো জানান, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান নেতাকর্মীদের পাশে থেকে সবসময় রাজপথেই কাজ করেছেন। তার মাঝে কখনোই কোনো অহমিকাবোধ ছিলো না। মন্ত্রিসভার বৈঠকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক নিয়ে দুপুরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, কওমি মাদ্রাসার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখনো এইচএসসি, পিইসি ও জেএসসি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।