ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি একটিও বল। এমনকি সুযোগ হয়নি টসেরও।
অবিরাম বৃষ্টিতে ভিজছে বেসিন রিজার্ভ। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে পিচ কভার মাঠ থেকে সরানো হয়নি। বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে। তবে এরই মধ্যে আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করেছেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করার কথা চ্যানেল নাইন-এর।
এদিকে টাইগাররা নিউজিল্যান্ডে এই সফরে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টেস্টে একদিন বাকি রেখেই এক ইনিংস ও ৫২ রানে হেরে যায় টিম বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম টেস্টে কিউইদের কাছে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। বাংলাদেশকে এবারের নিউজিল্যান্ড সফরে সম্ভাব্য সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে ওয়েলিংটনেই। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। যদিও টাইগারদের জন্য কাজটা সহজ হবে না। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।