যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সমর্থনে দক্ষিণ এশিয়ানদের মোর্চা ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’র সিনিয়র এডভাইজার হয়েছেন বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক। ওসমান সিদ্দিকী জো বাইডেনের এডভাইজার নিযুক্ত হওয়ার এই খবর সম্পুর্ন ভুয়া এবং ভিত্তিহীন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পোস্টে জামায়াত-বিএনপির গুজব/ অপপ্রচার দল আরো একটি মিথ্যা খবর ভাইরাল করেছে যেখানে দাবি করা হচ্ছে, “সাবেক শিক্ষামন্ত্রী ডঃ ওসমান ফারুকের প্রিয় ছোট ভাই ডঃ ওসমান সিদ্দিকী মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাউথ অফ এশিয়ার পরামর্শদাতা নিযুক্ত হয়েছেন।”
সাব্বির হোসেন শামীম নামক বিএনপি পন্থী একটি আইডি থেকে একটি ছবিসহ একটি পোস্ট দেয়া হয় যেখানে বলা হয়, “ডা.ওসমান সিদ্দীকি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেনের “সাউখ অফ এশিয়ার” পরামর্শদাতা নিযুক্ত” হয়েছেন।
জামায়াত-বিএনপি পন্থী কিছু পোস্টে আবার দাবি করা হয়েছে, ডঃ ওসমান সিদ্দিকী উপদেষ্টা/পরামর্শদাতা নিযুক্ত হচ্ছেন। এছাড়া ‘শীর্ষখবর.কম’, ‘ঠিকানা.ইউএস‘, ‘বাংলাপোস্ট.সিও.ইউকে‘, নামের জামায়াত-বিএনপি পন্থী কিছু অনলাইন পোর্টাল ও সংবাদপত্রে এ সম্পর্কিত ‘সংবাদ প্রতিবেদন‘ পাওয়া গেছে সেটি মূলত ভাইরাল হওয়া এরকম একটি ফেসবুক পোস্টের হুবহু উঠিয়ে দেয়া।
যার ফ্যাক্ট চেক বা ক্রস চেক করেছে বুমবিডি.কম এর ফ্যাক্ট চেক টিম (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)। তারা ডঃ ওসমান সিদ্দিকীর জো বাইডেনের পরামর্শদাতা হিসেবে ‘নিযুক্ত’ হবার খবরটি ভিত্তিহীন ও ভুয়া বলে যুক্তি দেখিয়েছে।