আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রাশিয়ার “স্পুটনিক ভি” ভ্যাকসিন ভালো কার্যকারিতা প্রমাণ করেছে।
স্থানীয় সময় শনিবার স্পুটনিক ভ্যাকসিনের টুইটার একাউন্টের বরাত দিয়ে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টসেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এ কথা বলেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে যে ভ্যাকসিন বর্তমান এবং ভবিষ্যতের মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে। সে ক্ষেত্রে স্পুটনিক বেশ ভালো কাজ করছে।
তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে স্পুটনিক লাইটের পাশাপশি বিদ্যমান ভ্যাকসিনগুলোর সংমিশ্রণ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্টগুলোর বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকর।
উল্লেখ্য, “স্পুটনিক ভি” গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি দ্বারা প্রস্তুত করা কেভিড-১৯-এর একটি ভাইরাল ভেক্টর টিকা। ২০২০ সালের ১১ই অগাস্ট এই টিকা বিশ্বে এর আবির্ভাব ঘটে। সাধারণ সর্দিকাশি তৈরি করে, সেই অ্যাডেনোভাইরাসের উপাদান ব্যবহার করে রাশিয়ার এই টিকা তৈরি করা হয়েছে। শরীরে প্রয়োগের পর করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি করতে শুরু করে এই টিকা। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস (সবচেয়ে ভালো ৩-৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় রাখা যায়। ফলে এটি পরিবহন ও সংরক্ষণ করা সহজ।