পাকিস্তান দলের একসময়ের অন্যতম সেরা খেলোয়াড় আব্দুর রাজ্জাক এবার বেফাঁস মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন। এমনকি অবশেষে আলোচনার সমালোচনার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো এই ক্রিকেট লেজেন্ডকে।
আর তাঁর কথা শুনে হেসে লুটিয়ে পড়া শাহিদ আফ্রিদি নাকি দাবি করেছেন, তিনি বুঝতে পারেননি যে রাজ্জাক ঠিক কী বলছেন। তিনি যদি বুঝতে পারতেন যে রাজ্জাক কী বলেছেন, তাহলে তখনই প্রতিবাদ করতেন এবং সেই মন্তব্যের নিন্দা করতেন। যদিও নেটিজেনদের পালটা প্রশ্ন, যে ব্যক্তি কথা বুঝতে পারলেন না, তিনি ওরকম হেসে গড়িয়ে পড়েন কীভাবে?
এক ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাজ্জাক।
ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আব্দুল রাজ্জাক। পাকিস্তানের বিষয়ে কথা বলতে গিয়ে ভুল করে ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। এজন্য ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করার জন্য আমি ওইভাবে বলিনি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। সেখানে আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে ঐশ্বরিয়ার নাম নিয়ে ফেলেছি।‘
বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় রাজ্জাক বলেছিলেন, ‘আমি উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কথা বলছি। আমাদের যে অধিনায়ক ছিল ইউনিস খান, তার উদ্দেশ্য অত্যন্ত ভালো ছিল। সেটা থেকেই আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছিলাম। (আমি ভেবেছিলাম যে) ওর উদ্দেশ্য ভালো, ও চায় যে আমি ভালো খেলি। আমার মধ্যেও আত্মবিশ্বাস গড়ে উঠেছিল আর ঈশ্বরের কৃপায় আমি পারফরম্যান্স মেলে ধরেছিলাম।’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আরও বলেছিলেন, `পাকিস্তান দল এবং খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। আসল কথাটা হল, আমাদের এরকম লক্ষ্যই নেই যে কোনও জিনিসকে কীভাবে আরও ক্ষুরধার করে তোলা যায়, খেলোয়াড়দের তৈরি করা যায়। যদি আপনার ভাবনাচিন্তা এরকম যে আমি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিয়ে করব এবং ভালো বাচ্চার জন্ম হবে, সেটা কখনও হবে না। তো প্রথমে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে।’
সেই মন্তব্যের জন্যই তুমুল সমালোচনার মুখে পড়েন রাজ্জাক। নেটিজেনরা তো বটেই; রাজ্জাকের সেই মন্তব্যের পর নিন্দা করেন শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, মহম্মদ ইউসুফের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম