নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :-চট্টগ্রাম মহানগরীর যানজট ও ভোগান্তি কমাতে এবার নদী পথে যাত্রীবাহী ‘ ওয়াটার বাস ‘ চালুর উদ্যেগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। প্রাথমিক ভাবে বিমানযাত্রীদের সহজতর যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামে এই প্রথম কর্ণফুলী নদীতে চালু হতে যাচ্ছে ‘ ওয়াটার বাস ‘ বলে জানান ইউএনবি।
আগামী জুন মাস থেকে আনুষ্ঠানিক ভাবে এ ওয়াটার বাস চালু হবে বলে জানান কতৃপক্ষ।
দ্রুত সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নগরের সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নাম্বার ঘাট পর্যন্ত এ সার্ভিস চলবে।
মূল শহর থেকে এয়ারপোর্ট পর্যন্ত নগরীর মোড়ে মোড়ে মাত্রাতিরিক্ত যানজটে পরা যাত্রীদের ভোগান্তি দূর করতে এ ওয়াটার বাস চালু হবে বলে জানান।