চলতি বছর এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ৭২১ জন পরীক্ষার্থীর ৭২৩টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। ফল চ্যালেঞ্জ করে এ বোর্ডের আরও ১০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ফেল করা ১০৯ জন শিক্ষার্থী পাস করেছেন।
এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের ৯০ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে ঢাকা বোর্ডে।
গত ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পেরেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে দেখা যায়, আগে অকৃতকার্য হওয়া ১২৬টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।
এর মধ্যে পদার্থবিজ্ঞানে ২ জন এবং হিসাববিজ্ঞান, কৃষি শিক্ষা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিতে একজন করে মোট ৮ জন অকৃতকার্য শিক্ষার্থী ওই বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ হয়।