ডিবিএন ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা বোর্ডগুলো থেকে পাওয়া তথ্য মতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫, এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২, শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। বরিশালে পাসের হার ৯০.১৯, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১, জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৫০৯ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৬.২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। এছাড়া, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬.৭৮, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।
এ ছাড়া মাদ্রাসায় পাসের হার ৯৩.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৪৯, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন।
এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গতবার ৩ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৪৭২টি কমেছে।
অন্যদিকে এবার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি।
এর আগে ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় ২৩ নভেম্বর। করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়। সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।