স্পোর্টস ডেস্কঃ গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে হংকং প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
আগামী ৩১ আগস্ট হংকং নিজেদের প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে ২ সেপ্টেম্বর শারজায়।
বাছাইপর্বে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা হংকংয়ের সঙ্গে বাছাইপর্বে অংশ নিয়েছিল কুয়েত, সিঙ্গাপুর ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৩ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে মূলপর্বে খেলবে দেশটি। তবে এই ম্যাচটি হারলে কুয়েত নেট রান রেটের ভিত্তিতে যোগ্যতা অর্জন করত।
গ্রুপ পর্বের পর সুপার ফোরের খেলা হবে। উভয় গ্রুপের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল যোগ্যতা অর্জন করবে। রাউন্ড রবিন ভিত্তিতে তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর হবে।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো টি-টুয়েন্টি এশিয়া কাপে খেলবে হংকং। এর আগে ২০০৪, ২০০৮ ও ২০১৮ সালে তারা ওয়ানডে ফরম্যাটে হওয়া আসরটিতে খেলেছিল।