এম আর বাপ্পি, স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে। ফাইনালের ড্রেস রিহার্সেলে অবশ্য পাকিস্তানকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। গেলো শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় দাসুন শানাকার দল। তাই তথ্য উপাত্ত অনুযায়ী এবারের এশিয়া কাপের ১৫তম আসরের শেষ হাসি কে হাসবে বলা গেলেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এতে সবই সম্ভব। আর এজন্যই অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত।
এবারের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে পাকিস্তান; এটা অনেকেরই ধারণা ছিল। কিন্তু শ্রীলঙ্কা যে তাদের প্রতিপক্ষ হবে, কদিন আগে বললে কেউই সেই বাজি ধরতে রাজি হতেন না। দলটির সাম্প্রতিক পারফরম্যান্স সবাইকে তাই ভাবতে বাধ্য করছিলো। কিন্তু এশিয়া কাপে এসে ভোজবাজির মত উল্টে গেলো সব। ভারতের মত শক্তিশালী দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলছে সেই শ্রীলঙ্কাই।
তাই দেখা যাক, শেষ পর্যন্ত দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে আসরের শেষ হাসি? আর কারা হতে যাচ্ছে এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের দাবিদার? সময়ই এর উত্তরদাতা।