স্পোর্টস ডেস্কঃ মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নব উদ্যোমে শুরু করতে চায় টিম ইন্ডিয়া। ওপেনিং-সহ বিভিন্ন স্লটে পরিবর্তনের ইঙ্গিত, ‘মেন ইন ব্লু’ অধিনায়ক রোহিত শর্মার। অন্যদিকে অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের কণ্ঠে ইতিবাচক ক্রিকেটের সুর। পাঞ্জাবের ইন্দ্রোজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায়।
মাঠে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা এশিয়া কাপে ব্যর্থ হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, ‘বড় টুর্নামেন্টে ভালো করতে আপনার ভাগ্যেরও সহায়তা প্রয়োজন। হতে পারে সেটা ৫ কিংবা ১০ শতাংশও। টস কিংবা দুই রান অথবা আউট। মাঠের ক্রিকেটের বাইরেও অনেক কিছু থাকে।’
তবে কি ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রিকেটের মোড়ল টিম ইন্ডিয়ার ওপর থেকে? অন্তত এশিয়া কাপে তেমনটাই হয়েছে। টানা ব্যর্থতায় মাঠের ক্রিকেটর সঙ্গে তাই ভাগ্য ফেরাতেও প্রার্থনা ভারতীয় কাপ্তানের। মহাদেশীয় টুর্নামেন্টে ব্যর্থতায় যার নেতৃত্ব ঝুলে গেছে কাঁটা কম্পাসের নীচে।
তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পারে অজিদের বিপক্ষে সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটা লাকি ভেন্যু মোহালিতে। একাদশ নিয়ে ভাবনা নেই ম্যানেজমেন্টের। তবে আভাস মিলছে একাধিক স্লটে পরিবর্তনের। তিন নম্বর নাকি ওপেনিং কোন পজিশনে খেলবেন বিরাট তা রহস্যই রাখলেন রোহিত।
গণমাধ্যমকে রোহিত বলেন, ‘দেখুন বিরাটের ব্যাপারে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমি আলোচনা করেছি। সে কিছু ম্যাচে ওপেনিং করবে আবার তৃতীয় ওপেনার হিসেবে ব্যাকআপ থাকবে। লোকেশ আর আমি অধিকাংশ ম্যাচে ওপেনিং করব। অস্ট্রেলিয়া এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আমরা আমাদের লাইনআপ ঠিক করব। তবে এই সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে ভালো করলে সামনের কাজগুলো আরও সহজ হয়ে যাবে।’
অন্যদিকে ভারতের মাটিতে টি-টোয়েন্টির রেকর্ডটা দারুণ সমৃদ্ধ অস্ট্রেলিয়ার। ৭ ম্যাচে তিনটিতেই আছে জয়। মিচেল মার্শের অনুপস্থিতে তিনে ব্যাট করবেন স্মিথ। ওয়ার্নার স্টয়নিসের ইনজুরি কপালে চিন্তার ভাজ ফেলছে অ্যারন ফিঞ্চের। ভারতের বিপক্ষে সিরিজ তাই অজিদের জন্যও নিজেদের কম্বিনেশন ঠিক করার।
অ্যারন ফিঞ্চ বলেন, ‘মোহালির উইকেট সম্পর্কে আমরা জানি। এখানে অপ্রত্যাশিত বাউন্স থাকে। আমাদের টপ অর্ডারে বেশ কয়েকজন ক্রিকেটার নেই। তার ওপর ভারতের বিপক্ষে খেলাটা সহজ নয়। তবে এখানে ভালো করলে বিশ্বকাপের প্রস্তুতিতে আমাদের দারুণ সাহায্য করবে।’
এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২৩ বার। যেখানে ভারতের ১৩ জয়ের বিপরীতে ৯ বার জিতেছে অস্ট্রেলিয়া। আর সিরিজের হিসেবে ভারতের ৪ আর অজিদের জয় ২বার।