স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তারই ধারবাহিকতায় আজ রোববার (২১ আগস্ট) মিরপুরে টাইগাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান আর সবুজ দলের নেতৃত্বে আফিফ হোসেন ধ্রুব।
আজকের ম্যাচ শেষে আগামীকাল সোমবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৩ তারিখ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিববাহিনী। ওখানে গিয়ে কন্ডিশনের জন্য প্রস্তুত হওয়ার জন্য ৬/৭ দিনের মতো সময় পাবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হতে পারে।
আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। এ টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান সাকিব।
সাকিব বলেন, আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপে ভালো কিছু করা। যদি মনে করি এখনই সব পরিবর্তন করে ফেলতে পারব, তাহলে সেটা হবে বোকার রাজ্যে বসবাস। বাস্তবতা চিন্তা করলে তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।