এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ। যেখানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
ভারত-পাকিস্তান মেগা ম্যাচের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।
গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি পেসারদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। তবে হার্দিক পান্ডিয়া ও ইষান কিশাণের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তবে ভারত পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারলেও বৃষ্টির কারণে মাঠেই নামা হয়নি পাকিস্তানের। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ক্রিকেট মাঠে যখনই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান, সেটি হয়ে যায় ‘মাদার অব অল ব্যাটলস’। সব যুদ্ধের জননী। কলকাতা ও করাচি, মুম্বাই ও মুলতান, লাহোর ও লখনৌ একই আবেগে ভাসে। সেই আবেগের নাম জয়। জয় ছাড়া আর কিছু নয়।
এশিয়া কাপের ম্যাচগুলো টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ ও হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো।
এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম