এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে গত বছর চরম দারিদ্র্য মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৭ কোটি। করোনা মহামারি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে এ সংখ্যা বেড়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর-আল-জাজিরার।
সম্প্রতি এডিবি’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে উন্নয়নশীল এশিয়ায় সাড়ে ১৫ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছে, যা মহামারির আগের তুলনায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ বেড়েছে।
এদিকে বিশ্বব্যাংক বলছে, ২০১৭ সালের মূল্যের ওপর ভিত্তি করে এবং মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্যপূর্ণ রেখে দিনে ২.১৫ ডলারের কম অর্থে জীবনযাপন করাকে চরম দারিদ্র্য। দারিদ্র্য হ্রাসে অব্যাহত অগ্রগতির প্রত্যাশা সত্ত্বেও এই অঞ্চলের জনসংখ্যার আনুমানিক ৩০.৩ শতাংশ মানুষের আয় ২০২৩ সাল নাগাদ দিন প্রতি গড়ে ৩.৬৫ থেকে ৬.৮৫ ডলার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে এডিবি উন্নয়নশীল এশিয়ার সরকারগুলোকে পরামর্শ দিয়েছে এ সংকট কাটাতে সামাজিক কল্যাণ জোরদার, আর্থিক পরিষেবাগুলোকে উন্নত, অবকাঠামোতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনে জোর দেওয়ার জন্য।
এডিবি-প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক মনে করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল করোনা মহামারি কাটিয়ে উঠেছে। তবে জীবনযাত্রার বর্ধিত সংকট দারিদ্র্য দূরীকরণের গতিকে হ্রাস করছে।
ডিবিএন/এসই/ এমআরবি