গুগল হাতের লেখা কপি পেস্ট করে কম্পিউটারে নেয়ার ফিচার এনেছে। এর জন্য প্রয়োজন গুগল লেন্স অ্যাপ ও গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণ।
ফোন ও কম্পিউটার থেকে একই গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ফিচারটি ব্যবহার করতে হলে। অ্যানড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই ফিচারটি ব্যবহার করা যাবে।
হাতের লেখা কপি পেস্ট করে কম্পিউটারে নিতে চাইলে প্রথমেই গুগল অ্যাপে লেন্স চালু করতে হবে। এরপর হাতে লেখা নোটের উপর ক্যামেরা ধরে ছবি তুলতে হবে। যে অংশটুকু কম্পিউটারে নিতে চান তা সিলেক্ট করুন। এবার ‘copy to computer’ অপশনে ট্যাপ করতে হবে। তারপর গুগল ডকের ‘Edit’ অপশনে গিয়ে ‘paste’ করতে হবে।
ফিচারটি শতভাগ কাজে লাগাতে চাইলে হাতের লেখা পরিস্কার রাখতে হবে। হাতের লেখা স্পষ্ট না হলে সফটকপিতে অনেক ভুল তৈরি হবে।