শারীরিক অবস্থার ‘উল্লেখযোগ্য’ উন্নতি হওয়ায় আগামী সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মেডিকেল চেক-আপ ও চিকিৎসা শেষে আগামী সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান যোগে এরশাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময়সূচি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতালের বাইরে অবস্থান করছেন এরশাদ।
গত ২০ জানুয়ারি লিভার ও হাঁটুর সমস্যাসহ স্বাস্থ্যজনিত বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসা গ্রহণের জন্য সিঙ্গাপুর যান এরশাদ।
এর আগে, গত ১০ ডিসেম্বর চিকিৎসা গ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন জাপা চেয়ারম্যান। পরে জাতীয় নির্বাচনের তিনদিন আগে গত ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রধান শরিক দল হিসেবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় এবং ২২ টি আসনে জয়লাভ করে।