স্পোর্টস ডেস্কঃ এমবাপ্পের শেষ মুহূর্তের গোল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সে খেলা মাঠে গড়ায়। রিয়ালের বিপরীতে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় পিএসজি। বল পজিশন রাখে তারা ৫৮ শতাংশ। রিয়ালের ৩টি শট নেয়, আর পিএসজির ২১টি। অন টার্গেটে পিএসজির যেখানে ৮টি শট ছিল, সেখারে রিয়াল একটিও রাখতে পারেনি।
ম্যাচের প্রথম গোলের সুযোগ আসে ১৮ মিনিটের মাথায়। বল নিয়ে দ্রুতবেগে রিয়ালের ডি-বক্সে ঢুকে বুলেট গতির শট নিয়েছিলেন কিলিয়ান এমবাপে। সেই শট কোনোমতে বাইরে বের করে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। পুরো ম্যাচজুড়ে কর্তোয়ার পারফর্ম্যান্স ছিল দেখার মতো।
বিরতির আগে আর সুযোগ পায়নি কোনো দলই। বিরতির পর ৫০ মিনিটের মাথায় এমবাপেকে আরেকবার হতাশ করেন রিয়াল গোলরক্ষক। পিএসজি সামনে সবচেয়ে বড় সুযোগটি আসে ৬০ মিনিটের মাথায়। এমবাপেকে ডি-বক্সে ফেলে দেন কারভাহাল। দেরি না করে পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি। পেনাল্টি নিতে আসেন মেসি। তবে আর্জেন্টাইন জাদুকরের স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন কর্তোয়া। ৬১ মিনিটে আবারও মেসির শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কর্তোয়া।
ম্যাচের ৭২ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেইমারকে নামান পচেত্তিনো। নেইমার নামার পর আক্রমণের ধার বেড়ে যায় পিএসজির। তবে মেসি-নেইমার-এমবাপে বারবার আটকে গেছেন রিয়াল রক্ষণে।
নির্ধারিত ৯০ মিনিট গোলশুন্য থাকার পর অনেকেই ভেবেছিল ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। সেই ভাবনায় জল ঢেলে দেন এমবাপে। ৯৪ মিনিটের মাথায় এমবাপের দিকে ব্যাক হিল পাস বাড়িয়ে দিয়েছিলেন নেইমার। পায়ের কারু কাজ দেখিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়েছিলেন ফরাসি তারকা। সেই শট ঠেকানোর সাধ্য ছিল না কর্তোয়ার। আর তাতেই প্রথম লেগে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর দল।