আন্তর্জাতিক ডেস্কঃ আরাফাতের ময়দানে এ বছরের পবিত্র হজের খুতবা পাঠ করবেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং ইসলামিক স্কলারদের সংগঠনের সভাপতি শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। স্থানীয় সময় আগামী শুক্রবার (৯ জিলহজ) আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা পাঠ করবেন তিনি। সেই সাথে মসজিদে নামিরায় নামাজে ইমামতিও করবেন।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন। মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক। তিনি দেশটির সাবেক বিচারমন্ত্রী এবং বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ইসলামের সহানুভূতি, বোঝাপড়া ও সহযোগিতার সত্যিকারের বার্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা বিশ্বের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। আন্তঃধর্মীয় সংলাপ, মধ্যপন্থা প্রচারে এবং চরমপন্থা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইকারী নেতা হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামি ঐক্যে ও বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ তাকে সম্মাননা প্রদান করেন।
উল্লেখ্য, পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।