প্রাণঘাতী করোনা নিয়ে নতুন করে যখন আমেরিকা এবং চিনের মধ্যে উত্তেজনা বাড়ছে সেই সময় সম্প্রতি চীনের বিরুদ্ধে নতুন অভিযোগ যুক্তরাষ্ট্রের।
পেন্টাগনের দাবি, করোনা নিয়ে যখন ব্যস্ত আমেরিকা তখন সুকৌশলে দক্ষিণ চীন সাগরে প্রভাব বাড়াচ্ছে বেইজিং। মার্কিন প্রশাসনের এহেন অভিযোগের মধ্যেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় যুদ্ধ জাহাজ পাঠাল আমেরিকা।
যদিও প্রথমবারের মতো মার্কিন সেই যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দিয়েছে চীনের বাহিনী। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে চীনের নৌবাহিনীর নির্দেশ, দ্রুত নিজের দেশে ফিরে যাও আর করোনা মোকাবিলার বিরুদ্ধে লড়াই করো।
চীনের এহেন মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জের চীনের জলসীমায় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বারি ঢুকে পড়ার পর তাকে বের করে দেয়া হয়। বারিকে চীনের যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাহারা দিয়ে বের করে নিয়ে আসে।
চীনের এই দ্বীপপুঞ্জকে শিশা বলা হয়। এই প্রথম চীনের জলসীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতাকে অবৈধ অনুপ্রবেশ হিসেবে ঘোষণা করল চীনের গণ মুক্তিফৌজের দক্ষিণাঞ্চলীয় কমান্ড। এই জাতীয় আচরণ যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটাতে পারে বলে চীনের পক্ষ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
তাছাড়া, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে তৎপরতা অবিলম্বে বন্ধ করে নিজ দেশে করোনা মহামারি বিরোধী লড়াইয়ে আত্মনিয়োগ করার জন্য আমেরিকার প্রতি আহ্বানও জানায় চীন।