ভারতের পথেই কি হাঁটছে আমেরিকা? এবার টিকটক সহ একগুচ্ছ চিনা মোবাইল অ্যাপ ব্যান করার চিন্তা ভাবনা করছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। একটি টিভি সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু ঘোষণা করার আগে আমি আগবাড়িয়ে কিছু বলতে চাই না। তবে আমরা অবশ্যই বেশ কয়েকটি চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছি। এবং সেটা করাও হবে’।
চিনা সরকারের সঙ্গে নিজেদের ডেটা শেয়ার করে টিকটক সহ অন্যান্য চিনা সংস্থা, অনেক দিন ধরেই এই অভিযোগ উঠেছে। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই অভিযোগ তুলে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ ব্যান করেছে ভারত।। এবার সেই পথে হাটতে চলেছে মার্কিন প্রশাসন।
মাইক পম্পেও বারবার বলেছেন যে চিনা সংস্থা, বিশেষত যেগুলি টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত, তারা সরাসরি চিনের কম্যুনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। তাদের নজরদারিতে সাহায্য করে। বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক একেবারে তলানিতে। তাই টিকটকের ব্যান হওয়া কার্যত এখন সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, ভারত সরকারও গত সপ্তাহে টিকটক সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। বিগত কয়েকমাস ধরেই করোনা ছড়ানো ও হংকং পরিস্থিতি নিয়ে চিনের সঙ্গে সংঘাত বেঁধেছে আমেরিকার। এরসঙ্গেই চিনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নেমেছে আমেরিকা। পাশাপাশি বেজিংয়ের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপ নিয়ে দুদেশের সম্পর্ক একেবারেই তিক্ত হয়ে উঠেছে। ফলে এই আবহে চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব।
সূত্রের খবর, মার্কিন কংগ্রেসের কয়েকজন সেনেটর বেশ কয়েকদিন ধরেই চিনা অ্যাপগুলি নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ওই অ্যাপগুলির মাধ্যমে চিনা কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডকে সমর্থন করার কথা বলা হয়েছে। এখানেই আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনেটর। এখন দেখার হুমকি আদৌ কার্কর করে কিনা ট্রাম্প প্রশাসন। সুত্রঃ কলকাতা নিউজ টিভি।