এবার ঐক্যফ্রন্টে ঐক্যফ্রন্টকে আল্টিমেটাম দিলেন কাদের সিদ্দিকী। জোটের শরিকদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করলে আগামী মাসে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগ। বিএনপির দৃর্বৃত্তায়নের কারণেই জোটে ভাঙন ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
কিছুদিন আগে ২০ দলীয় জোট থেকে বের হয়ে যান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এরপর থেকে জোট নিয়ে রাজনৈতিক অঙ্গণে শুরু হয় আলোচনা। এর রেশ কাটতে না কাটতে এবার ঐক্যফ্রন্টে শুরু হয়েছে ভাঙনের সুর। এবার ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ।
বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর মতিঝিলে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগামী এক মাসের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট দলের মধ্যে অসঙ্গতি দূর করতে না পারলে ৮ জুন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের সভাপতি কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘দলে যে যে অসঙ্গতিগুলো আছে তা যদি নিরসন করা না হয় তাহলে আগামী ৮ জুন কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট থেকে দল প্রত্যাহার করে নেবে।’
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মরণসভায় আওয়ামী লীগ নেতারা বলেন, দুর্বৃত্তায়ন আর দলীয় প্রধানের দুর্নীতির কারণে বিএনপি, ২০ দল ও সবশেষে ঐক্যফ্রন্টে ভাঙন শুরু হয়েছে।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘তাদের নেতৃত্বের আমূল পরিবর্তন হবে। তারা সন্ত্রাসের রাজনীতি থেকে স্বচ্ছ রাজনীতিতে ফিরে আসবেন।’
গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যৌথসভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ মে থেকে ১০দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি।
সূত্র : সময় নিউজ