বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার মাত্র দুটি ম্যাচে জয় নিয়ে ব্যাটে-বলে ধারাবাহিক ব্যর্থতায় পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে বিদায় নিয়েছে সাকিব বাহিনী। আর চলমান বিশ্বকাপ আসরের জন্য মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দ রেখেছে আইসিসি।
বিশ্বকাপ আসরের সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা প্রায় এক কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া রাউন্ড রবিন লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল ৪০ হাজার ডলার করে পেয়েছে। সে হিসাবে বিশ্বকাপের প্রাইজমানি থেকে বাংলাদেশ এবার পাচ্ছে প্রায় ২ কোটি টাকা।
এবার বিশ্বকাপজয়ী দল ৪০ লাখ ডলার (প্রায় ৪৪ কোটি টাকা) পুরস্কার পাবে এবং রানার্সআপ দলের পকেটে ঢুকবে ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দু’দলই সমান আট লাখ ডলার (প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা) করে পাবে। ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া চারটি করে জয় নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান এবং তিন জয় নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
এবার এই আসরে ১০টি দল অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ হচ্ছে ভারতের ১০টি ভেন্যুতে। তার মধ্যে আজ চলছে ৪৫তম ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টেবিলের প্রথম ও চতুর্থ দল। ফলে আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। আরেক সেমিফাইনালে পরদিন (১৬ নভেম্বর) কলকাতায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৬ | মঙ্গলবার
ডিবিএন/এসই/এমআরবি