বিপিএলের দশম আসরকে রাঙাতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোও নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে শক্তিশালী দল গঠন করেছে। অংশ নেয়া সাত দলের সবগুলোতেই রয়েছে নামীদামি তারকা ক্রিকেটার।
চলমান বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। এবারের বিপিএলে একের পর এক চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে দলে নিয়েছে তারা। রয়েছেন মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ ক্রিকেটার।
এবার দলটির হয়ে খেলতে আসবেন দক্ষিণ আফ্রিকান তারকা রেসি ফন ডার ডুসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
ডুসেনকে দলে নিলেও এখনই তাকে পাচ্ছে না রংপুর। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লীগ এসএ টি-টোয়েন্টিতে মাঠ মাতাচ্ছেন তিনি। ২৪ ফেব্রুয়ারি শেষ হবে এসএ টি-টোয়েন্টি। ধারণা করা হচ্ছে, সেই টুর্নামেন্ট শেষ করে বিপিএল খেলতে আসবেন এই প্রোটিয়া ব্যাটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭৫ ম্যাচ খেলে ৩৫.৫৮ গড় ও ১৩০.০৫ স্ট্রাইক রেটে ৪৯১১ রান করেছেন ডুসেন। ৪৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৭১ রান এসেছে তার ব্যাট থেকে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম