সব ক্ষেত্রে চীনকে কোণঠাসা করতে জোর উদ্যোগ শুরু করে দিয়েছে ভারত। এবার বিদ্যুতের সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চীন সংস্থাকে বয়কটের সিদ্ধান্ত। চীন থেকে ভারত আর বিদ্যুতের সরঞ্জাম আমদানি করবে না বলে জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং। চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই এ কথা জানালেন মন্ত্রী। এদিন রাজ্যগুলির বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরকে সিং বলেন, চীন ও পাকিস্তান থেকে বিদ্যুতের কোনও সরঞ্জামই আর আমদানির অনুমতি দেওয়া হবে না।
কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং আশঙ্কা প্রকাশ করেছেন, বিদ্যুৎ সরঞ্জামে লুকোনো ট্রোজান হর্স ভারতের বিদ্যুৎ ক্ষেত্রে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। সেই বিপর্যয় এড়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দিকে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীর কথায় চীনা বা পাকিস্তান থেকে আমদানী করা বিদ্যুৎ সরঞ্জাম বা যন্ত্রাংশ ভারত সরকারের নির্ধারিত ল্যাবগুলিতে পরীক্ষা করাতে হবে।
মন্ত্রীর কথায় ওই পরীক্ষা থেকে যে কোনও ধরনের এম্বেড করা বা ট্র্যাক করা যায় এমন যন্ত্রাংশ চিহ্নিত করতে পারা যাবে। পাশাপাশি সাইবার হানার আশঙ্কা থাকলেও তা দূর করতে পারবে সক্ষম হবে প্রযুক্তি। মন্ত্রীর কথায় আমদানি করা যন্ত্রাংশের মান বজায় রাখতেও সক্ষম হবে কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং আরও জানিযেছেন যে দেশ আমাদের ভূখণ্ডে প্রবেশ করে আমাদের সেনাদের হত্যা করছে সেই দেশের কর্মসংস্থান কেন করবে ভারত। তিনি জানিয়েছেন, গত অর্থবর্ষে ৭১ হাজার কোটি টাকার বিদ্যুৎ সামগ্রী আমদানি করা হয়েছিল। তারমধ্যে চীন থেকেই এসেছে ২১ হাজার কোটি টাকা। চীনের নাম না করে আমদানি নির্ভরতা কমানোর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গোটা দেশ জুড়েই চিনা সামগ্রী বয়কটের ডাক চলছে। আর তাতে যোগ দিয়েছে শাসক দলও। বিজেপির পক্ষে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এর জন্য দলীয় কর্মীদের শপথও নেওয়াচ্ছে বিজেপি। তার আগেই বিদেশি পণ্য বিশেষ করে চীনের সামগ্রী বয়কটের ডাক দিয়েছে সঙ্ঘ পরিবার। আর প্রধানমন্ত্রী সরাসরি চিনের পণ্য বয়কট করতে না বললেও এটা স্পষ্ট বলেছেন, আমাদের লোকালের জন্য ভোকাল হতে হবে। এবার কেন্দ্রীয় সরকার একের পর এক ক্ষেত্রে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে চলেছে। সুত্রঃ দ্য ওয়াল, এশিয়া নেট।