আন্তর্জাতিক ডেস্কঃ এবার ফ্রান্সেও পাওয়া গেল ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন সেই স্ট্রেইন বা ধরন। দেশটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে নতুন একটি করোনার ঢেউ মোকাবিলা করতে হবে তাদের। খবর- বিবিসি, এএফপি।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গেল ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা এক ফ্রেঞ্চ নাগরিকের শরীরে করোনার নতুন এই রূপ শনাক্ত করা হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই ব্যক্তির মধ্যে করোনার কোনও লক্ষণ ছিল না। শনাক্ত হওয়ার পর থেকে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি।
প্রসঙ্গত, ভাইরাসটির কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক ও কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
নতুন বৈশিষ্ট্যের এ ভাইরাস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে কয়েকদিন আগে জানান ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে ৬২ হাজার ৪২৭ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৪৫ জন।