লা লিগায় বার্সেলোনার পর এবার পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়েও গ্যারেথ বেলের জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদান শিষ্যরা।
ম্যাচের শুরুতেই দুর্বল রক্ষণের খেসারত গুণতে হয় স্প্যানিশ জায়ান্টদের। জেরার্ড মোরেনোর গোলে লিড নেয় স্বাগতিক ভিয়ারিয়াল। প্রথমার্ধের শেষ দিকে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান গ্যারেথ বেল। ৬০ মিনিটে অফসাইডে বাতিল হয় করিম বেনজেমার গোল। উল্টো ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেজের গোলে আবার লিড ভিয়ারিয়ালের। ম্যাচের শেষ দিকে গ্যালাক্টিকোদের পুনরায় সমতায় ফেরান ওয়েলস তারকা বেল। তবে, ইনজুরি টাইমের দুই মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। লিগে এর আগের ম্যাচেও ড্র করেছিল রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে এইবারের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় ডিয়াগো সিমিওনে শিষ্যদের। ম্যাচের শুরুতেই চার্লস অলিভিয়েরোর গোলে লিড এইবারের। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আরবিলা জাবালা। মিনিট আটেকের মাথায় জোয়ো ফেলিক্সের গোলে ব্যবধান ২-১ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিক্টর পেরেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের শেষদিকে থমাস পার্টেইয়ের গোলে জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।
এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি।