আন্তর্জাতিক ডেস্কঃ এবার জাপানে ৩ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশটির ওসাকা জেলায় ৩ বাসিন্দার শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ওই তিনজন সম্প্রতি কোনো দেশে ভ্রমণ না করেও তাদের ওমিক্রন ধরা পড়েছে। ফলে স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত তিনজনের শরীরে উপসর্গ তেমন মারাত্মক নয়। তবু তাদের হাসপাতালে রাখা হয়েছে। বিগত দিনগুলোতে কারা তাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: জাপান টাইমস।