জাতীয় ডেস্কঃ এবার জন্মের পরেই মিলবে জাতীয় পরিচয়পত্র! শুনতে অবাক লাগলেও এমন্টাই হতে যাচ্ছে খুব শীঘ্রই। জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। ফলে এই আইন পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে।
আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিসভায় আনা আইনটির খসড়া পুনঃমূল্যায়ন জন্য আবারও মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
তিনি আরো বলেন, এ আইন পাস হলে শিশুর জন্মের পরই ইউনিক আইডি দেওয়া হবে। এটিই তার জাতীয় পরিচয়পত্র নম্বর হবে।
তবে আইনটি পাস হওয়ার আগ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।