বিনোদন ডেস্কঃ বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় একজন তারকা চঞ্চল চৌধুরী। টিভি নাটক, সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম; তিন মাধ্যমেই তার আলাদা দাপট রয়েছে। এবার এই সফল তারকার একমাত্র সন্তান অভিনয়ে পা রাখতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘সুশীল ফ্যামেলি’ নাটকে এবার দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার খ্যাত এই তারকার ছেলে শুদ্ধকে।
চঞ্চল চৌধুরী এবার ছেলের অভিনয়ের বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট করে বলেছেন, শুদ্ধর জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য সৌম্য।
ছেলের অভিনয় করা অপরিকল্পিতভাবে হলেও অভিনয়ের আগ্রহের কথা জানিয়ে চঞ্চল বলেছেন, শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়।
শুদ্ধ বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, ওর বয়স এখন ১২ বছর। চঞ্চল বলেন, যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবি গুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। বৃন্দাবন দাসের রচনায় ‘সুশীল ফেমিলি’ নামক ঈদ নাটকে দেখা যাবে শুদ্ধকে। দীপু হাজরার পরিচালনায় নাটকটি প্রচারিত হবে গাজী টিভিতে।
তিনি আরো বলেন, যেহেতু আমার অজান্তেই কয়েকটি অনলাইন পত্রিকায় বা ফেসবুকে এই খবরটি প্রচার হয়ে গেছে, তাই অতি প্রত্যাশা ও বিভ্রান্তি এড়াতে আমি নিজে থেকেই সঠিক তথ্যটা জানিয়ে দিলাম। ছেলের জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়ে তিনি বলেন, শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশী।