আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তবে নিশ্চয়ই ভিজিটিং কার্ড রয়েছে আপনার? ভিজিটিং কার্ড এমন একটি মাধ্যম, যা আমাদের অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় ঘটাতে সাহায্য করে। এই ধারণা থেকেই এবার ভার্চুয়াল ভিজিটিং কার্ড (Virtual Visiting Cards) নিয়ে এসেছে গুগল (Google)। নাম দেওয়া হয়েছে পিপল কার্ড (People Cards)।
পিপল কার্ড এর মাধ্যমে অনলাইনে সহজেই খুঁজে পাওয়া যাবে যে কোনও ব্য়ক্তিকে। গুগল সার্চে (Google Search) আপনার নাম লিখলেই জানা যাবে ন্যূনতম তথ্য। তবে এই পিপল কার্ড (People Cards) বাধ্যতামূলক নয়।
অনলাইনে আপনি সহজলভ্য
কেউ যদি আপনার নাম লিখে গুগলে সার্চ করে, তবে এই তথ্য গুলি সার্চ রেজাল্টে দেখা যাবে। কী কী তথ্য দেবেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকছে। চাইলে পরবর্তীতে এই ভার্চুয়াল ভিজিটিং কার্ড তথ্য গোপনও করতে পারবেন ইউজার।
শুধুই স্মার্টফোনে
গুগল (Google)-এর তরফে জানানো হয়েছে, আপাতত শুধু স্মার্টফোন ইউজাররাই এই ফিচার্স ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে পিপল কার্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও আপাতত ইংরেজিতে হলেও, ভবিষ্যতে আঞ্চলিক ভাষাতেও ইউজাররা এই পিপল কার্ড (People Card) ব্যবহার করতে পারবেন।
কীভাবে পিপল কার্ড তৈরি করবেন? (How to create People Card?)
- নিজের গুগল অ্যাকাউন্টের সাহায্যে এই পিপল কার্ড তৈরি করা খুবই সহজ। প্রথমেই সাইন ইন করে নিন।
- এরপর গুগল সার্চে গিয়ে নিজের নাম সার্চ করতে পারেন বা টাইপ করতে পারেন ‘Add me to Search’।
- প্রথম যে রেজাল্ট আসবে, তা ফলো করেই নিজেকে গুগল সার্চে আনতে পিপল কার্ড বানাতে পারবেন আপনি।
- কার্ড তৈরির পর ছবি (অপশনাল) বেছে নিন, ডেসক্রিপশন লিখুন, ওয়েবসাইটের লিংক এবং সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে পারেন। এছাড়াও ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া যাবে।
পিপল কার্ডের সাইবার নিরাপত্তা?
একই নামের দু’জন ইউজার!
১৩০ কোটির দেশে একই নামের একাধিক ব্যক্তি থাকাটা অস্বাভাবিক নয়। এক্ষেত্রে পিপল কার্ড তৈরির সময় কী করবেন? এক্ষেত্রে আপনার করণীয় কিছু নেই। তবে ছবি দেওয়া জরুরি। কারণ, নাম ছাড়াও ছবি ও অন্যান্য তথ্যের মাধ্যমে সঠিক ইউজারকে চিহ্নিত করা সম্ভব হবে। এই সময়।