এবার করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা । তারা দু’জনই পুরুষ এবং রেজিস্টার্ড রোহিঙ্গা।
আজ বৃহস্পতিবার (১৪ মে) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই ১২ জনের মধ্যে দু’জন রোহিঙ্গাও রয়েছেন। অন্যদের মধ্যে নয় জন কক্সবাজার সদর উপজেলার ও একজন চকরিয়ার।
জানা যায়, আক্রান্ত দুই রোহিঙ্গা উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। আর অপর জন কুতুপালং ১নং ক্যাম্পে শরণার্থী। তাদের তাৎক্ষণিকভাবে এমএসএফ-এর ওসিআই আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এছাড়াও ওই দুইজনের পরিবার ও তাদের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামীকাল তাদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা।
প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩১ জন কক্সবাজার জেলার, ৭ জন বান্দরবানের, ৬ জন চট্টগ্রামের ও ২ জন রোহিঙ্গা।